১৩ জুলাই ২০২৫, ৩:৩১:৪৮
ডেঙ্গু মোকাবিলায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ: ৩০০ শয্যা হাসপাতালে ২ হাজার কিট হস্তান্তর
ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ মোকাবিলায় প্রস্তুত নারায়ণগঞ্জ। শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ডেঙ্গু রোগীদের দ্রুত শনাক্তকরণ ও উন্নত সেবার লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে ২ হাজার ডেঙ্গু কিট সরবরাহ করা হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে জেলা পরিষদের প্রশাসক এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এসব কিট হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
কিট হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “হাসপাতালের তত্ত্বাবধায়ক আমাদের কাছে কিট সরবরাহের জন্য আবেদন করেছিলেন। ডেঙ্গু পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিট হাসপাতালের কাছে পর্যাপ্ত ছিল না।” তিনি আরও যোগ করেন, নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল হওয়ায় এখানে ভাসমান মানুষের সংখ্যা বেশি, তাই দ্রুত প্রয়োজনীয় কিট সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম অসহায় মানুষের প্রতি সংবেদনশীলতার কথা উল্লেখ করে বলেন, “সরকারি হাসপাতালে যারা স্বাস্থ্যসেবা নিতে আসে, তারা সাধারণত অসহায় অবস্থায় আসে। এ সময় তাদের পাশে থাকা অত্যন্ত জরুরি।” তিনি ডেঙ্গুকে একটি ভয়াবহ রোগ হিসেবে উল্লেখ করে বলেন, “এই রোগ রক্তের প্লাটিলেট কমিয়ে দিতে পারে, তাই শুরুতেই রোগটি শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ, নইলে যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব নয়।” তিনি আশার কথা শুনিয়ে বলেন, “আমাদের স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তবে আশার কথা, এ বছর অন্যান্য বছরের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলকভাবে কম।”
এ সময় আরও উপস্থিত ছিলেন খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এই উদ্যোগ ডেঙ্গু মোকাবিলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পূর্বপ্রস্তুতি ও জনস্বাস্থ্য সুরক্ষায় তাদের অঙ্গীকারেরই প্রতিফলন।