রাজনীতি

বিতর্কিত বক্তব্যে বেকায়দায় বিএনপি: দুদু ও বুলুকে দলের লিখিত সতর্কবার্তা

৬ জুন ২০২৫, ৮:৩০:৫১

Controversial statements put BNP in a tight spot: written warning issued to Dudu and Buluk from the party.
শামসুজ্জামান দুদু ও বরকত উল্লাহ বুলু (ফাইল ছবি)

প্রভাতী বার্তা ডেস্ক:
সম্প্রতি বিতর্কিত বক্তব্যের কারণে বিএনপির দুই ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে লিখিতভাবে সতর্ক করেছে দলটি। দলের দপ্তর থেকে বৃহস্পতিবার  পাঠানো চিঠিতে তাদেরকে এ সতর্কবার্তা দেওয়া হয় বলে বিএনপির একাধিক সূত্রে জানা গেছে।

দলীয় সূত্র জানিয়েছে, এই দুই নেতার সাম্প্রতিক কিছু মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং বিএনপি নেতৃত্ব এই বক্তব্যগুলোকে ‘অপ্রত্যাশিত’ ও ‘দায়সারা’ হিসেবে বিবেচনা করছে। ফলে, ভবিষ্যতে এ ধরনের বক্তব্য এড়াতে এবং দলীয় নীতির বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চিঠির মাধ্যমে।

কী বলেছিলেন শামসুজ্জামান দুদু?
গত ২০ মে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে শামসুজ্জামান দুদু বলেন, “বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করে, তাহলে তার তোড়ে অনেকে বঙ্গোপসাগরে ভেসে যাবেন।”
এই অশালীন মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং এনসিপির পক্ষ থেকেও এর কড়া প্রতিবাদ জানানো হয়।

বুলুর সমালোচিত বক্তব্য
অন্যদিকে, বরকত উল্লাহ বুলু গত ২৫ ফেব্রুয়ারি কুমিল্লায় এক সভায় বলেন, “তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করতে হবে।”
বক্তব্যটি নিয়েও তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। পরে অবশ্য তিনি নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের অনেকে মনে করছেন, এমন দায়িত্বহীন বক্তব্য দলীয় শৃঙ্খলা এবং রাজনৈতিক বার্তার শুদ্ধতা নষ্ট করছে। এজন্যই দলের পক্ষ থেকে এই প্রথমবারের মতো প্রকাশ্যভাবে লিখিত সতর্কবার্তা পাঠানো হলো।

বিএনপির এই সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা বজায় রাখার একটি ইঙ্গিত বলেই বিশ্লেষকদের ধারণা।

আরও খবর:

বিবিধ