১৫ জুলাই ২০২৫, ৩:২৭:০১
প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে না পারায় গত শুক্রবার (১১ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে ৯৬ জন বাংলাদেশি পুরুষসহ মোট ১৩১ জন বিদেশিকে ফেরত পাঠিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সোমবার (১৪ জুলাই) মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম ‘দি-সান ডেইলি’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চালানো এই অভিযানে বিমানবন্দরের টার্মিনাল ১-এর আন্তর্জাতিক আগমন হল এবং ডিপার্চার গেট সিওয়ান থেকে সি ৩৭ পর্যন্ত ৩০০ জনেরও বেশি বিদেশিকে স্ক্রিনিং করা হয়। প্রবেশে বাধা দেওয়া ১৩১ জনের মধ্যে ৯৬ জন বাংলাদেশি ছাড়াও ৩০ জন পাকিস্তানি পুরুষ এবং ৫ জন ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছেন।
প্রবেশাধিকার বাতিলের কারণ: বর্ডার কন্ট্রোল জানিয়েছে, একাধিক কারণে এই বিদেশিদের মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি। এর মধ্যে রয়েছে: তাদের হোটেল বা বাসস্থানের বুকিংয়ে অসঙ্গতি পাওয়া গেছে। কিছু ক্ষেত্রে বিদেশিদের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নিজেদের সম্পর্কে রিপোর্ট করার ক্ষেত্রে ব্যর্থতা ছিল। অনেক পর্যটক এক মাস থাকার দাবি করলেও তাদের কাছে মাত্র ৫০০ রিঙ্গিত (প্রায় ১২ হাজার টাকা) ছিল, যা তাদের মালয়েশিয়ায় থাকার উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ তৈরি করেছে। আন্তর্জাতিক অভিবাসন নীতির সাথে সামঞ্জস্য রেখে পর্যাপ্ত আর্থিক সংস্থান থাকা বাধ্যতামূলক। ভ্রমণ নথিপত্র এবং অন্যান্য কাগজপত্রে অসঙ্গতি বা জালিয়াতির সন্দেহ।
বর্ডার কন্ট্রোল সংস্থাটি কঠোরভাবে জানিয়েছে যে, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব তাদের প্রধান অগ্রাধিকার। জাল নথি ব্যবহার করে বা সন্দেহজনক উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংস্থাটি সকল আন্তর্জাতিক ভ্রমণকারীকে মালয়েশিয়ায় আসার আগে তাদের ভ্রমণ নথি, আবাসনের পরিকল্পনা এবং আর্থিক সংস্থানগুলো যেন আসল ও পর্যাপ্ত হয়, তা নিশ্চিত করার জন্য সতর্ক করেছে।