স্বাস্থ্য

বিএমইউতে ৫০০ রোগীকে আড়াই কোটি টাকার আর্থিক সহায়তা

১৬ জুলাই ২০২৫, ৩:৫২:৩০

Financial assistance of 2.5 crore taka to 500 patients at BMU

বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএমইউ) এক মহৎ উদ্যোগের মাধ্যমে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫০০ জন গুরুতর রোগীকে মোট আড়াই কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করছে। সমাজসেবা অফিসের উদ্যোগে এই বিশাল অঙ্কের অর্থ ৫০ হাজার টাকা করে প্রত্যেক রোগীর হাতে তুলে দেওয়া হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের শুভ সূচনা হয়। বিএমইউ-এর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিকভাবে ১০০ জন রোগীর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। বাকি ৪০০ জন রোগীকেও পর্যায়ক্রমে এই সহায়তা দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এই মানবিক আয়োজনে বিএমইউ-এর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মো. আবু নাসের, এবং সমাজসেবা অফিসার সামিয়া ইসমত সোহেলী ও রুমানা ইয়াসমিন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর:

বিবিধ