সারাদেশ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয় ধূমপানমুক্ত ঘোষণা

২৪ জুলাই ২০২৫, ৪:৩০:০১

Narayanganj City Corporation Office declared smoke-free.

অধূমপায়ীদের স্বাস্থ্য সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) কার্যালয়, যা নগরভবন নামে পরিচিত, এখন থেকে সম্পূর্ণ ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) নারী মৈত্রীর আয়োজনে “ধূমপানমুক্ত ঘোষণা ও টেকসই তামাক নিয়ন্ত্রণ উদ্যোগ গ্রহণ” শীর্ষক এক অনুষ্ঠানে এনসিসি কর্তৃপক্ষ এই ব্যতিক্রমী ও সময়োপযোগী ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি প্রশাসক এএইচএম কামরুজ্জামান। তিনি তার বক্তব্যে ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, “ধূমপানের ক্ষতি শুধু ধূমপায়ীর নয়, অধূমপায়ীর জন্যও সমান ঝুঁকিপূর্ণ। তাই সকলের স্বাস্থ্য সুরক্ষায় ধূমপানমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।” তাঁর এই কথায় কর্মক্ষেত্রে প্রতিটি মানুষের স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব স্পষ্টভাবে উঠে আসে।

এনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাকির হোসেন জানান, সিটি কর্পোরেশন কার্যালয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ আসেন। এই কর্মস্থলকে ধূমপানমুক্ত করার মাধ্যমে কেবল কর্মীরাই নন, বরং আগত সেবাগ্রহীতাদেরও পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। এই ঘোষণার মাধ্যমে এনসিসি তার কর্মীদের এবং নাগরিকদের সুস্থ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

follow-google-news-provati-barta

সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এই যুগান্তকারী উদ্যোগের ধারাবাহিকতায় ভবিষ্যতে নগরীর অন্যান্য ওয়ার্ড, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি অফিসগুলোকেও পর্যায়ক্রমে ধূমপানমুক্ত কর্মপরিবেশে পরিণত করার পরিকল্পনা রয়েছে। এর সাথে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন নিশ্চিত করা হবে এবং এই উদ্যোগগুলোকে দীর্ঘমেয়াদে কার্যকর রাখতে সিটি কর্পোরেশনের বাজেটে নির্ধারিত বরাদ্দ রাখা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব মো. নূর কুতুবুল আলম, প্রধান প্রকৌশলী মো. আব্দুল আজিজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন এবং নারী মৈত্রীর নেতৃবৃন্দসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই পদক্ষেপ নারায়ণগঞ্জের জনস্বাস্থ্য উন্নয়নে এক নতুন মাইলফলক স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

আরও খবর:

বিবিধ