সারাদেশ

বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রণয়নের দাবি: কাজী গণি চৌধুরী

১৫ মে ২০২৫, ৮:৫৯:৫০

Provati Barta:প্রভাতী বার্তা

প্রভাতী বার্তা : সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করতে আলাদা আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাজী গণি চৌধুরী। তিনি বলেন, “দেশে গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য ৩২টি আইন থাকলেও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনও নির্দিষ্ট আইন নেই।”

মঙ্গলবার রাতে অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ’-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘সুধী সমাবেশে’ এ কথা বলেন তিনি। অতিথির বক্তব্যে কাজী গণি চৌধুরী সাংবাদিকদের জন্য একটি নিরাপদ ও স্বাধীন কর্মপরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন, যাতে তারা নিরপেক্ষভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশ করতে পারেন।

তিনি আরও বলেন, “একজন সাংবাদিকের পেশাগত নৈতিকতায় কোনো ধরনের আপসের সুযোগ নেই। প্রকৃত সাংবাদিকতা দেশের বাস্তব চিত্র তুলে ধরে, যা শেষ পর্যন্ত জনগণেরই কল্যাণ বয়ে আনে।”

অনুষ্ঠানে ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান’-এর সময় আহত হওয়া চারজন সাংবাদিককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় ‘নিউজ নারায়ণগঞ্জ’-এর সম্পাদক শাহজাহান শামীমসহ গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে সাংবাদিকরা নানা ধরনের চাপ ও হুমকির মুখে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

অনুষ্ঠানটি ছিল একদিকে যেমন আনন্দের, তেমনি সাংবাদিকতার নৈতিকতা ও দায়িত্বের বিষয়ে সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।