২৪ জানুয়ারি ২০২৬, ৮:২৮:১৪
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে সাবেক সেনাবাহিনী ও পুলিশের সদস্যসহ ছয়জনকে আটক করেছে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে পদ্মা সেতু উত্তর টোল প্লাজার সামনে থেকে তাঁদের আটক করা হয়।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে একজন সাবেক সেনাসদস্য এবং দুজন পুলিশের সাবেক সদস্য রয়েছেন।
পুলিশ সুপার জানান, একটি হাইস গাড়িতে করে ডিবি পুলিশের মতো পোশাক পরে এবং ওয়াকিটকি ব্যবহার করে এক্সপ্রেসওয়েতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল চক্রটি। এ সময় টহলে থাকা মুন্সিগঞ্জ ডিবির একটি দল গাড়িটিকে সন্দেহজনক মনে করে চ্যালেঞ্জ জানায় এবং গতিরোধ করে। পরিচয় জানতে চাইলে একপর্যায়ে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
আটকের সময় তাঁদের কাছ থেকে ৪টি ডিবির পোশাক, ১ জোড়া হ্যান্ডকাফ, ১টি ওয়াকিটকি সেট, ১টি খেলনা পিস্তল, ১টি ইলেকট্রিক শক দেওয়ার মেশিন, ১টি লেজার লাইট এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইস গাড়ি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সাবেক সেনাসদস্য মো. মোস্তাফিজুর রহমান রাজু (৪৮), যিনি ২০২০ সালে যশোর সেনানিবাস থেকে চাকরিচ্যুত হন; ডিএমপির সাবেক সদস্য মো. কাজল ইসলাম জিকু (৩০); পুলিশ হেডকোয়ার্টার্স থেকে চাকরিচ্যুত মো. রুবেল রানা (৩০); এবং বাকি তিনজন হলেন মো. বশির হাওলাদার (৫৬), মো. হীরা বেপারী (৪৮) ও মো. ফয়সাল রাব্বি (২১)।
পুলিশ সুপার আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

















