চাকুরি

বিসিক নিয়োগ ২০২৫: ৩৪ পদে ১৮৫ জনকে সরকারি চাকরি

৮ জুলাই ২০২৫, ১০:৩২:১২

BASIC Recruitment 2025 185 people will get government jobs in 34 positions

বাংলাদেশের শিল্প খাতে গতি আনতে এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিসিকের এই নিয়োগ প্রক্রিয়ায় ৩৪টি ভিন্ন পদে মোট ১৮৫ জন জনবল নিয়োগ দেওয়া হবে, যা আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। গত ৩ জুলাই ২০২৫ তারিখে বিসিক তাদের অফিশিয়াল ওয়েবসাইট (www.bscic.gov.bd) এবং দৈনিক সংবাদপত্রে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা ০৭ জুলাই ২০২৫, সোমবার সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ০৬ আগস্ট ২০২৫, বুধবার বিকাল ৫টা পর্যন্ত।


এক নজরে বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)
নিয়োগ প্রকাশের তারিখ০৩ জুলাই ২০২৫
পদ ক্যাটাগরি৩৪ টি
পদের সংখ্যা১৮৫ জন
বয়সসীমা১৮-৩০ বছর (পদ অনুযায়ী, বিস্তারিত বিজ্ঞপ্তিতে)
শিক্ষাগত যোগ্যতা৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ (পদ অনুযায়ী)
চাকরির ধরনসরকারি
অফিসিয়াল ওয়েবসাইটwww.bscic.gov.bd
আবেদনের শুরু তারিখ০৭ জুলাই ২০২৫, সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ০৬ আগস্ট ২০২৫, বিকাল ০৫:০০ টা
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদনের ঠিকানাhttp://bscic.teletalk.com.bd/bscic25

আবেদনের পদ্ধতি ও সময়সীমা

যোগ্য ও আগ্রহী প্রার্থীরা বিসিকের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম http://bscic.teletalk.com.bd/bscic25 এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

  • আবেদন শুরু: ০৭ জুলাই ২০২৫, সকাল ১০টা থেকে।
  • আবেদন শেষ: ০৬ আগস্ট ২০২৫, বিকাল ৫টা পর্যন্ত।

অনলাইনে আবেদনপত্র (Submit) করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি SMS এর মাধ্যমে জমা দিতে হবে।

follow-google-news-provati-barta

আরও খবর:

বিবিধ