আন্তর্জাতিক

জাতিসংঘ বিশেষজ্ঞের আহ্বান: ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্য ছিন্ন করুন

৪ জুলাই ২০২৫, ৭:২৭:০০

UN expert's call: Cut all trade with Israel.
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফ্রানচেসকা আলবানিজ। ছবি : সংগৃহীত

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফ্রানচেসকা আলবানিজ বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সমস্ত বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। তিনি ইসরায়েলের অর্থনীতিকে ‘গণহত্যার অর্থনীতি’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক সহায়তা বন্ধ এবং পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞার দাবি তুলেছেন।

গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই, ২০২৫) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে ‘দখলদারির অর্থনীতি থেকে গণহত্যার অর্থনীতি’ শীর্ষক এক প্রতিবেদন উপস্থাপন করে আলবানিজ বলেন, বড় কর্পোরেশনগুলো ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরায়েলের দখলদারি ও উপনিবেশ টিকিয়ে রাখছে। তিনি ইসরায়েলকে আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যার জন্য দায়ী করেন।

আলবানিজ উল্লেখ করেন, গাজা যুদ্ধের ২১ মাসে তেল আবিব স্টক এক্সচেঞ্জ ২০০% বেড়েছে, যখন ফিলিস্তিনিরা দুর্দশার মধ্যে আছে। তার মতে, ‘কারও কারও জন্য গণহত্যাও লাভজনক’। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৫৭ হাজার ফিলিস্তিনি নিহত ও ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। আলবানিজ আন্তর্জাতিক আইনের লঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় আনার ওপর জোর দেন।

আরও খবর:

বিবিধ