খেলা

ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

২ জুলাই ২০২৫, ৮:২৬:১৬

Rituporna's double goal takes Bangladesh to the main round of the Asian Cup.
ফাইল ছবি

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মিয়ানমারকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে উইমেন’স এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে খেলার পথে এক বিশাল লাফ দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল! অদম্য ঋতুপর্ণা চাকমার জোড়া গোলের সুবাদে এই ঐতিহাসিক জয় নিশ্চিত হয়েছে। মিয়ানমারের ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের এই বাছাইপর্বের ম্যাচটি ছিল টান টান উত্তেজনায় ভরা।

প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ:

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস মেলে। বাংলাদেশের মেয়েরা বেশ সাবলীল ফুটবল উপহার দিতে থাকে। অষ্টাদশ মিনিটে বক্সে ঠিক ওপরে ফাউলের শিকার হন শামসুন্নাহার জুনিয়র। ঋতুপর্ণা চাকমার নেওয়া ফ্রি কিক রক্ষণ দেয়ালে প্রতিহত হওয়ার পর, তিনি নিজেই ফিরতি নিচু শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দেন। ১-০ গোলে এগিয়ে গিয়ে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ ডাগআউট। ২৪তম মিনিটে ঋতুপর্ণার ক্রসে শামসুন্নাহার জুনিয়রের একটি ট্যাপ পোস্টে লেগে ফিরে আসে, যা ব্যবধান দ্বিগুণ করার একটি দারুণ সুযোগ নষ্ট করে। প্রথমার্ধের শেষ মুহূর্তে মিয়ানমারের একটি প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরলে স্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ঋতুপর্ণার দ্বিতীয় ঝলক ও মিয়ানমারের লড়াই:

বিরতির পর মিয়ানমার সমতায় ফিরতে মরিয়া হয়ে বাংলাদেশের রক্ষণে চাপ বাড়াতে থাকে। কিন্তু শামসুন্নাহার সিনিয়র এবং আফঈদা খন্দকারদের নেতৃত্বে বাংলাদেশের রক্ষণদুর্গ ছিল অটুট। ম্যাচের ৭২তম মিনিটে আবারও ঋতুপর্ণা চাকমার ঝলক। প্রতিপক্ষের বক্সের একটু ওপর থেকে বল পেয়ে এক ডিফেন্ডারের সামনে থেকে বাঁ পায়ে দুর্দান্ত শট নেন ঋতুপর্ণা। বল হাওয়ায় ভেসে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে গেলে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায় এবং জয়ের সুবাস পেতে শুরু করে।

৭৭তম মিনিটে বাংলাদেশ গোলরক্ষক রুপনা চাকমা আবারও দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হন। মাইয়াত এহিনের একক প্রচেষ্টার বল দ্রুত ছুটে গিয়ে দক্ষ হাতে গ্লাভসবন্দী করেন তিনি। তবে, খেলার শেষদিকে এসে ৮৮তম মিনিটে সতীর্থের আড়াআড়ি ক্রসে উইন উইন নিখুঁত টোকায় রুপনাকে পরাস্ত করে মিয়ানমারের হয়ে ব্যবধান কমান (২-১)। এরপর বাকি সময়টুকু রক্ষণ জমাট রেখে মেয়েরা নিজেদের ব্যবধান ধরে রাখে। শেষ বাঁশি বাজতেই দুর্দান্ত এই জয়ের আনন্দে মেতে ওঠে পুরো বাংলাদেশ দল।

মূল পর্বের হাতছানি:

বাহরাইনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৭-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের টেবিলে এখন শীর্ষে পিটার জেমস বাটলারের দল। অন্যদিকে, তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে বাছাই শুরু করা মিয়ানমারের পয়েন্ট ৩-ই রয়ে গেল।

গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী শনিবার তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করবেন আফঈদা-স্বপ্নারা। ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে তাদেরই মাঠে হারানো নিঃসন্দেহে বাংলাদেশের নারী ফুটবলের জন্য এক বড় অর্জন।

আরও খবর:

বিবিধ