আন্তর্জাতিক

সংঘাতের মধ্যে ইরানে ইন্টারনেট সীমিত, সাইবার হামলার পাল্টা পদক্ষেপ!

১৯ জুন ২০২৫, ৩:০১:২৫

Internet limited in Iran amid conflict, countermeasures against cyber attacks!
সংঘাতের মধ্যে ইরানে ইন্টারনেট সীমিত, সাইবার হামলার পাল্টা পদক্ষেপ!

প্রভাতী বার্তা, আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে নিজেদের নাগরিকদের ‘সুরক্ষিত’ রাখতে ইন্টারনেট সুবিধা সাময়িকভাবে সীমিত করার ঘোষণা দিয়েছে ইরান। আল জাজিরার খবর অনুযায়ী, ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে নাগরিকদের প্রাণ ও সম্পত্তির প্রতি ‘শত্রুর হুমকি’ প্রতিরোধের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

লন্ডনভিত্তিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লক্সের (NetBlocks) প্রতিবেদন অনুযায়ী, ইরানে ‘প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’ দেখা গেছে। এর আগে থেকেই ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরান একের পর এক সাইবার হামলার সম্মুখীন হচ্ছিল। এতে ইরানের ব্যাংকিং ব্যবস্থাসহ অনেক প্রযুক্তি কাঠামো আক্রান্ত হয়েছে। এই প্রেক্ষাপাপটেই দেশটি এখন নিরাপত্তার স্বার্থে নিজেরাই ইন্টারনেট সুবিধা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে।

ইন্টারনেট বিভ্রাট ও ডিজিটাল সেবায় প্রভাব:

মঙ্গলবার বিকাল থেকেই ইরানে ইন্টারনেট কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল সামরিক উদ্দেশ্য সিদ্ধির জন্য ইরানের জাতীয় যোগাযোগ নেটওয়ার্কের অপব্যবহার করছে, এমন অভিযোগের ভিত্তিতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। ‘শত্রুদের কাছ থেকে’ হুমকি ঠেকাতেই ইন্টারনেটে প্রবেশে কড়াকড়ি করা হচ্ছে বলে ইরানি গণমাধ্যমকে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে।

ইন্টারনেট সংযোগ কমে যাওয়ায় এবং কোথাও কোথাও খুবই ধীরগতির ইন্টারনেটের কারণে বহির্বিশ্বের সঙ্গে ইরানিদের যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। যদিও দেশের ভেতরের যোগাযোগ পরিষেবা এবং প্ল্যাটফর্মগুলোতে প্রবেশ করা যাচ্ছে বলে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, তবে ধীরগতির ইন্টারনেটের কারণে বিদেশি সাইট দেখার জন্য ব্যবহৃত ভিপিএন-এর (VPN) মতো পরিষেবাগুলো ঠিকমতো কাজ করছে না। যোগাযোগের জন্য ব্যবহৃত কিছু জনপ্রিয় অ্যাপও ইরান সরকার বন্ধ করে দিয়েছে।

ক্রিপ্টো ও ব্যাংকিং খাতে সাইবার হামলা:

বুধবার ইরানের অনলাইন ডিজিটাল কারেন্সি এক্সচেঞ্জ নোবিটেক্স (Nobitex), যে ব্যবস্থায় ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন হয়, তা নিরাপত্তার হুমকির কারণে বন্ধ হয়ে গেছে বলে একটি ইরানি পত্রিকা জানিয়েছে। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের উপর কিছু বিধিনিষেধ আরোপ ছাড়াও ব্যাংকিং ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে। ইরানের সশস্ত্রবাহিনী সংশ্লিষ্ট সেপাহ ব্যাংকে সাইবার হামলার জেরেই এই অচলাবস্থা দেখা দেয়।

একটি ইসরায়েলপন্থি হ্যাকার গ্রুপ ‘প্রিডেটোরি স্প্যারো’ (Predatory Sparrow) বুধবার ইরানের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ নোবিটেক্সে সাইবার হামলা চালিয়ে ৯ কোটি ডলার হাতিয়ে নিয়েছে। এই হ্যাকার গ্রুপটি অভিযোগ করেছে যে, এই এক্সচেঞ্জের মধ্য দিয়ে ইরান নিষেধাজ্ঞা এড়িয়ে সন্ত্রাসে তহবিল যোগাচ্ছিল। প্রিডেটোরি স্প্যারো হ্যাকার গ্রুপ ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত বলেই মনে করে ইরান। বুধবার ইরানের আরেকটি ব্যাংকও সাইবার হামলার শিকার হয়েছে, তবে ব্যাংকটির সরকারি তহবিল নিরাপদে আছে বলে সরকারের এক মুখপাত্র জানিয়েছেন।

এই ইন্টারনেট সীমিতকরণ এবং সাইবার হামলার ঘটনাগুলো ইরান-ইসরায়েল সংঘাতের ডিজিটাল মাত্রাকে সামনে এনেছে এবং সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

আরও খবর:

বিবিধ