১৫ জুলাই ২০২৫, ১২:২৪:২৩
দেশের সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিজস্ব ওয়েবসাইট তৈরি এবং বিদ্যমান ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (১৪ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই জরুরি নির্দেশনা জারি করা হয়।
ওয়েবসাইট তৈরির উদ্দেশ্য ও প্রয়োজনীয় তথ্য: বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় তথ্য বাতায়নের (http://www.bangladesh.gov.bd) আওতায় থাকা সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট নেই অথবা হালনাগাদ নয়, সেগুলোকে সরকারি ব্যয় সংকোচনের স্বার্থে স্বতন্ত্র ওয়েবসাইট তৈরি করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে যে সমস্ত তথ্য অন্তর্ভুক্ত ও হালনাগাদ রাখতে হবে, তার মধ্যে রয়েছে:
মাউশি আরও জানিয়েছে, এই হালনাগাদকৃত ওয়েবসাইটগুলোর তথ্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (EMIS) মডিউলে আপলোড করতে হবে।