চাকুরি

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা স্থগিতের খবর বানোয়াট: পরীক্ষা ১৮ জুলাই

১১ জুলাই ২০২৫, ৩:১৬:০৩

The news of the 48th special BCS exam being postponed is false: the exam is on July 18.
ফাইল ছবি

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা স্থগিত করা হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে ‘ভিত্তিহীন ও বানোয়াট’ বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশন পরীক্ষার্থীদের এ ধরনের মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে এবং জানিয়েছে যে, নির্ধারিত তারিখ ১৮ জুলাই, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পিএসসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের (ক্যাডার) স্বাক্ষরসংবলিত একটি ভিত্তিহীন প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার করা হচ্ছে, যা কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। পিএসসি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছে, ওই প্রেস বিজ্ঞপ্তি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। কমিশন থেকে এ রকম কোনো প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

বানোয়াট তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পিএসসি হুঁশিয়ারি দিয়েছে। পরীক্ষার্থীদের সঠিক তথ্যের জন্য কমিশনের মূল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং সেখানে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি বা নোটিশ অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন।

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) মোট ৩০০ নম্বরের হবে। এর মধ্যে ২০০ নম্বরের পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, এবং মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের। এমসিকিউ পদ্ধতিতে মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০ নম্বর এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। সাধারণ বিষয়ের ১০০ নম্বরের মধ্যে বাংলার জন্য ২০, ইংরেজির জন্য ২০, বাংলাদেশ বিষয়াবলির জন্য ২০, আন্তর্জাতিক বিষয়াবলির জন্য ২০, মানসিক দক্ষতার জন্য ১০ এবং গাণিতিক যুক্তির জন্য ১০ নম্বর বরাদ্দ থাকবে।

ইতিমধ্যে এই পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে এবং প্রবেশপত্র ডাউনলোডের প্রক্রিয়াও শুরু হয়েছে।

আরও খবর:

বিবিধ