১৩ জুলাই ২০২৫, ১১:৩৭:৩৮
জুলাই মাস মানেই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশিদের কাছে উৎসবের মাস, আর সেই উৎসবের কেন্দ্রবিন্দুতে রয়েছে বর্ণাঢ্য ‘আনন্দমেলা’। প্রতি বছরের মতো এবারও ‘লিটল বাংলাদেশ’ এলাকায় আয়োজিত হতে যাচ্ছে প্রবাসী বাঙালিদের সবচেয়ে বড় এই মিলনমেলার নবম আসর। আগামী ১৯ ও ২০ জুলাই দুই দিনব্যাপী এই আয়োজন গান, নাচ আর দেশীয় সংস্কৃতিতে মুখরিত করে তুলবে লস অ্যাঞ্জেলেসের আকাশ।
এবারের ‘আনন্দমেলা’কে আরও প্রাণবন্ত করতে বাংলাদেশ থেকে যাচ্ছেন একঝাঁক জনপ্রিয় তারকা। কণ্ঠশিল্পী প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর দাস, চিত্রনায়ক জায়েদ খান, অভিনেত্রী পারসা ইভানা, মৌসুমী মৌ, নীল হুরে জাহান এবং নৃত্যশিল্পী আলিফসহ অনেকেই প্রবাসীদের সাথে নেচে-গেয়ে মেতে উঠবেন। তাদের অনেকেই ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।
আয়োজক কমিটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী বলেন, “লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশিরা এই মেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। বাংলাদেশের শিল্পীদের সরব উপস্থিতি এবারের উৎসবকে নতুন মাত্রা দেবে।” আনন্দমেলা আয়োজনের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী এবং প্রেসিডেন্ট শরীফ হাসিবুল জানান, “আমাদের মূল লক্ষ্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আত্মিক বন্ধন তৈরি করা এবং তাদের জন্য এমন একটি পরিসর তৈরি করা—যেখানে তারা দুই দিন নিখাদ আনন্দে মেতে উঠতে পারেন।”
দুই দিনের এই আয়োজনে শুধু সাংস্কৃতিক পরিবেশনা নয়, থাকছে দেশীয় পণ্য, মুখরোচক খাবার, দেশীয় পোশাক এবং হস্তশিল্পের স্টল। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক পরিবেশনা। এবারের আনন্দমেলায় ক্যালিফোর্নিয়ার লেক প্যারিস সিটির মেয়র মাইকেল ভার্গা ও লস অ্যাঞ্জেলেস সিটির কাউন্সিলর হেদার হার্ট-এর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সকলের জন্য উন্মুক্ত এই ‘আনন্দমেলা’য় কোনো প্রবেশমূল্য নেই। এবারের আসরে বিশিষ্ট গীতিকার লিটন অধিকারী রিন্টুকে লাইভ টাইম অ্যাচিভমেন্ট সম্মাননা প্রদান করা হবে। এটি প্রবাসে থেকেও এক টুকরো বাংলাদেশকে ছুঁয়ে দেখার এবং আপন সংস্কৃতিকে উপলব্ধি করার এক অনন্য সুযোগ এনে দিচ্ছে।