খেলা

লঙ্কানদের ৮৩ রানে হারিয়ে সিরিজে সমতা বাংলাদেশের

১৪ জুলাই ২০২৫, ১২:১৮:০৭

Bangladesh equals the series by defeating the Lankans by 83 runs.
শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

প্রথম ম্যাচের হতাশা ঝেড়ে ফেলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। গতকাল রবিবার (১৩ জুলাই) কলম্বোয় লঙ্কানদের ৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল টাইগাররা। এটি টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রানের একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় তারা। দলের পক্ষে লিটন দাস ও শামীম হোসেনের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ রান, যা পরে বোলারদের জন্য যথেষ্ট প্রমাণিত হয়।

৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে একদমই প্রতিরোধ গড়তে পারেনি শ্রীলঙ্কা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান আসে পাথুম নিসাঙ্কার ব্যাট থেকে, আর দাসুন শানাকা করেন ২০ রান। এই দু’জন ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

follow-google-news-provati-barta

বাংলাদেশের পক্ষে তরুণ স্পিনার রিশাদ হোসেন ছিলেন সবচেয়ে সফল, মাত্র ১৭ রান খরচ করে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া, সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম শিকার করেন ২টি করে উইকেট। মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজও একটি করে উইকেট নিয়ে নিজেদের দক্ষতার প্রমাণ দেন।

সিরিজ নির্ধারণী ম্যাচ আগামী বুধবার: প্রথম ম্যাচে হারের পর এই বিশাল জয়ে বাংলাদেশ সিরিজে দারুণভাবে ফিরে এসেছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামী বুধবার (১৬ জুলাই) অনুষ্ঠিত হবে, যা নির্ধারণ করবে সিরিজের চ্যাম্পিয়ন দল। টাইগাররা এখন আত্মবিশ্বাসে টগবগ করছে এবং সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

আরও খবর:

বিবিধ