অন্যান্য

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুসংবাদ: চালু হলো মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা

১৫ জুলাই ২০২৫, ১১:৪২:৪১

Good news for Bangladeshi workers in Malaysia: Multiple Entry Visa facility has been launched.
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কার্যালয়।

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য এক দারুণ সুখবর এসেছে। এখন থেকে বৈধ অস্থায়ী কাজের অনুমতিপত্র (পিএলকেএস) সম্পন্ন বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ার ‘মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি)’ সুবিধা পাবেন। এই সিদ্ধান্তে কর্মীদের কর্মসংস্থান ও ব্যক্তিগত যাতায়াত আরও সহজ হবে, যা তাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (১৫ জুলাই) কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এবং পরবর্তীতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের ফেসবুক পোস্টেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলেই মালয়েশিয়া সরকার এই ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ইতিমধ্যেই একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, যেসব কর্মীর এই বছর সিঙ্গেল এন্ট্রি ভিসা হয়েছে, তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসা করার প্রয়োজন নেই; তাদের সিঙ্গেল এন্ট্রি ভিসাগুলো স্বয়ংক্রিয়ভাবে মাল্টিপল এন্ট্রিতে রূপান্তরিত হবে। এমনকি যাদের বৈধ পিএলকেএস আছে, তারা নতুন করে আবেদন না করেই মালয়েশিয়ায় আসা-যাওয়া করতে পারবেন এবং পিএলকেএস নবায়নের সময় এমইভি নিজে থেকেই ইস্যু হবে।

আরও খবর:

বিবিধ