১৬ জুলাই ২০২৫, ৪:২৭:৪৯
তুমুল আলোচনার মুখে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের বহুল পরিচিত নির্বাচনী প্রতীক ‘নৌকা’। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কড়া সমালোচনার পর কর্তৃপক্ষের নির্দেশে আজ বুধবার (১৬ জুলাই) এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি সচিবালয়।
সম্প্রতি ইসির পক্ষ থেকে নির্বাচন পরিচালনা বিধিমালার খসড়া সংশোধনের একটি উদ্যোগ নেওয়া হয়, যেখানে ১১৫টি প্রতীক সংরক্ষণের প্রস্তাব ছিল। এই তালিকায় নিবন্ধন স্থগিত হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীককে বহাল রাখার প্রস্তাব করা হয়, যা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়। বিশেষ করে, জামায়াতে ইসলামীর পুনর্ব্যবহৃত নিবন্ধনের পর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকও যুক্ত হওয়ার খবরে এই আলোচনা আরও জোরালো হয়।
গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সরাসরি নির্বাচন কমিশনের সমালোচনা করেন। তিনি লেখেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ–অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন… পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান?” তার এই প্রশ্ন ইসির ওপর চাপ বাড়ায়।
আজ বুধবার সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ‘নিবন্ধিত রাজনৈতিক দলের’ তালিকায় আওয়ামী লীগের নাম থাকলেও প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে, যা দুপুরে নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক। তিনি জানান, “কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে। আমাকে আপডেট করতে বলা হয়েছিল, তাই করেছি।”
বর্তমানে ইসির তালিকাভুক্ত তফসিলভুক্ত প্রতীকের সংখ্যা ৬৯টি। এর মধ্যে ৫০টি রাজনৈতিক দলের জন্য এবং ১৯টি স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত। নতুন তালিকা চূড়ান্ত হলে প্রতীকের সংখ্যা ১১৫টি হওয়ার কথা ছিল। নৌকা প্রতীক অপসারণের পর এই তালিকায় কী পরিবর্তন আসে, তা এখন দেখার বিষয়।