রাজনীতি

বিচারহীনতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল

১২ জুলাই ২০২৫, ৩:৩৭:১৫

Torch rally of the student federation at Dhaka University against injustice.
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে, ১১ জুলাই

পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা এবং খুলনায় বহিষ্কৃত যুবদল নেতা মাহবুব রহমান হত্যাসহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সকল হত্যাকাণ্ড, ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুক্রবার (১১ জুলাই) রাতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন আয়োজন করে এক প্রতিবাদী মশালমিছিল, যা বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে শিক্ষার্থীদের তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়।

রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ। তিনি বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক, নিরাপদ রাষ্ট্র গড়ে উঠবে। কিন্তু অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।” সৈকত আরিফ হুঁশিয়ারি দেন, সরকার যদি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃশ্যমান ব্যবস্থা না নেয়, তাহলে জনগণ নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

আওয়ামী লীগের পতনের পর বিএনপি নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সৈকত আরিফ আরও বলেন, “সরকার পতনের পর থেকেই হাটবাজার, ব্যবসা-বাণিজ্য নিয়ে বিএনপির নেতা-কর্মীরা সংঘর্ষে জড়াচ্ছেন। এসব সংঘর্ষ খুন-হত্যায় রূপ নিচ্ছে।” তিনি অভিযোগ করেন, দলটি কেবল নিজেদের কর্মীদের বহিষ্কার করেই দায় এড়াতে চাইছে। বিএনপির প্রতি তার আহ্বান ছিল, “কেবল বহিষ্কার নয়, বিচার নিশ্চিত করতেও আপনাদের উদ্যোগ নিতে হবে।”

ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক তার বক্তব্যে দেশের বর্তমান অরাজক পরিস্থিতির পেছনে রাষ্ট্রীয় বিচারহীনতাকে মূল কারণ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের পর শত শত মাজার ও মন্দির ভাঙা হয়েছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, যার কোনো বিচার হয়নি। তাই আজ মিটফোর্ডের মতো এলাকায় প্রকাশ্যে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে।”

বক্তারা অবিলম্বে সাম্প্রতিক সকল হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে, বিচারহীনতার সংস্কৃতি বন্ধে রাষ্ট্রকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক ইলিয়াস জামান। এতে আরও উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত আরা, ঢাকা নগর শাখার সভাপতি আল-আমিন রহমান, ছাত্র ফেডারেশনের শাখার সংগঠক সীমা আক্তার, স্কুলবিষয়ক সম্পাদক হাসান আল মেহেদী, দপ্তর সম্পাদক অনুপম রায় রূপকসহ সংগঠনের অন্য নেতারা।

আরও খবর:

বিবিধ