সারাদেশ

ফতুল্লা স্টেডিয়ামের সামনে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

৭ জুলাই ২০২৫, ১:৫৫:২৬

The body of an unidentified young man was recovered in front of Fatulla Stadium.
প্রতীকী ছবি

ফতুল্লায় রিয়া গোপ স্টেডিয়ামের সামনে থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ, প্রভাতী বার্তা: নারায়ণগঞ্জের ফতুল্লায় রিয়া গোপ (খান সাহেব ওসমান আলী) ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) ভোর ৬টার দিকে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, কালো গেঞ্জি ও কালো ফুল প্যান্ট পরা ওই যুবকের চোখে, গলায় এবং দুই হাতে আঘাতের সুস্পষ্ট চিহ্ন রয়েছে। বিশেষ করে, ডান চোখ আঘাতে ফুলে ছিল এবং গলা ও দুই হাতে বাঁধার দাগ দেখা গেছে। পুলিশের ধারণা, যুবকটিকে অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা স্টেডিয়ামের সামনের সড়কের পাশে ফেলে রেখে গেছে।

লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলের আশপাশের পথচারীরা অভিযোগ করেছেন, রিয়া গোপ স্টেডিয়ামের সামনে থেকে সাইনবোর্ড পর্যন্ত এলাকায় অন্তত আটটি ‘বাউল গানের ক্লাব’ রয়েছে। এসব ক্লাবে সারা রাত উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে শত শত নারী-পুরুষের নাচ-গান চলে। স্থানীয়দের দাবি, এসব ক্লাবের সামনে প্রায়শই ছিনতাই ও খুনের মতো অপরাধ সংঘটিত হয়। উদ্ধার হওয়া লাশটি স্টেডিয়ামের সামনের একটি ক্লাবের প্রায় ৩০ গজ দূরে পাওয়া গেছে।

এসআই কামরুজ্জামান জানান, বর্তমানে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার পরিচয় পাওয়া গেলে হত্যাকাণ্ডের কারণ এবং এর সাথে জড়িতদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে পুলিশ আশা করছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও খবর:

বিবিধ