সারাদেশ

ডিসির কড়া বার্তা: রোগী রেফারের কারণ বাধ্যতামূলক

২৮ জুলাই ২০২৫, ২:১০:৪০

The DC's strong message: The reason for patient referral is mandatory.

নারায়ণগঞ্জ, ২৭ জুলাই (রবিবার): নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা খানপুর ও ভিক্টোরিয়া হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দিয়েছেন। এখন থেকে রোগীদের অন্য কোথাও রেফার করার কারণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। অকারণে রোগী রেফার বন্ধ এবং হাসপাতালের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন তিনি।

জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় ডিসি বলেন, “রোগী গেলেই যে অন্যত্র রেফার করে দেবে আর মাসের পর মাস বেতনে নেবে, এটাতো হতে পারে না।” তিনি স্পষ্ট করে বলেন, যদি মেশিন নষ্ট থাকে, তবে কেন তা মেরামত করা হচ্ছে না বা মেরামত করা সম্ভব নয়, সে বিষয়েও জানাতে হবে।

তিনি জানান, খানপুর হাসপাতালের জন্য ব্যক্তিগতভাবে নতুন সরঞ্জাম অর্ডার করা হয়েছে, যা এসে পৌঁছালে দ্রুত আইসিইউ চালু করা হবে। এছাড়া ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি কক্ষের সংস্কার কাজ চলছে এবং খানপুর হাসপাতালেও একই পরিকল্পনা রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় খানপুর হাসপাতালে দুই হাজার ডেঙ্গু কিট সরবরাহ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

follow-google-news-provati-barta

মতবিনিময় সভায় যানজট নিরসনে জেলা প্রশাসক ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতা চেয়েছেন। তিনি বাস মালিকদের প্রতি আহ্বান জানান, সড়কের মাঝখানে যাত্রী ওঠানো-নামানো বন্ধ করতে হবে। নির্দিষ্ট স্থান ছাড়া বাস থামিয়ে যাত্রী নামালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

“লক্কর-ঝক্কর, ফিটনেসবিহীন কোনো গাড়ি আমরা নারায়ণগঞ্জে চলতে দেব না,” দৃঢ় কণ্ঠে বলেন ডিসি। তিনি প্রশ্ন করেন, “নারায়ণগঞ্জের মতো একটি শহরে যদি লক্কর-ঝক্কর বাস চলে, তাহলে অন্যান্য শহরগুলো কী করবে?”

মতবিনিময় সভায় বিকেএমইএ, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাল্স এন্ড লেনটিল ক্রাশিং মিলস ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেক্সটাইল ডাইস এন্ড কেমিক্যাল মার্চেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ গার্মেন্টস রি-সাইকেলিং কালার ফাইবার মার্চেন্ট অ্যাসোসিয়েশনসহ নারায়ণগঞ্জের ৩৩টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিকেএমইএ সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর:

বিবিধ