১৫ জুলাই ২০২৫, ২:৪৪:১২
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে সোমবার (১৪ জুলাই) জাতীয় পার্টির (জাপা) বিভিন্ন অংশের নেতারা গুলশানে এক মঞ্চে সমবেত হন। এই স্মরণসভা থেকে তারা দলের ঐক্যের ডাক দেন এবং জিএম কাদেরের নেতৃত্বের তীব্র সমালোচনা করেন।
সদ্য অব্যাহতিপ্রাপ্ত কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, দল বিভক্তির কারণে অনেক কষ্ট পেয়েছেন এবং জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চান। অন্যদিকে, কাজী ফিরোজ রশীদ ও মুজিবুল হক চুন্নু, জিএম কাদেরকে ‘সুযোগসন্ধানী’ আখ্যা দিয়ে তার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করেন এবং অতীতের ভুলের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান।
এদিকে, বিদিশা এরশাদ ঘোষণা দিয়েছেন যে, তিনি এরশাদ-পুত্র এরিককে নিয়ে দল পুনর্গঠন প্রক্রিয়ায় সক্রিয় হচ্ছেন এবং জিএম কাদেরের হাত থেকে দলকে ‘রক্ষা’ করতে চান। এরশাদের আদর্শকে সামনে রেখে, এই নেতারা দ্রুত একটি সম্মেলনের মাধ্যমে দলকে ঐক্যবদ্ধ করার আশা প্রকাশ করেছেন।