রাজনীতি

গোপালগঞ্জে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ ঘিরে উত্তেজনা: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, আহত ৩

১৬ জুলাই ২০২৫, ১২:১৬:৪৩

Tension surrounding NCPI's 'March to Gopalganj': Police vehicle set on fire, 3 injured

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’-এর অংশ হিসেবে আজ গোপালগঞ্জে ‘মার্চ টু গোপালগঞ্জ’ পথসভাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে সদর উপজেলার উলপুর সংযোগ সড়কে পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ বুধবার (১৬ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল প্রথমে এনসিপির কর্মসূচিতে বাধা দেয়। এরপর তারা পুলিশের গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আশপাশের ফাঁড়ি থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনায় পুলিশের যে তিন সদস্য আহত হয়েছেন, তারা হলেন: সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ। তাদের সবাইকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

follow-google-news-provati-barta

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, তিনি বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, “কারা এই ঘটনা ঘটিয়েছে, আমরা এখন পর্যন্ত জানি না। এতে পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন এবং একটি গাড়ি পুড়ে গেছে। আহত তিন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, গত ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আরও খবর:

বিবিধ