শিক্ষা ও সাহিত্য

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ: জেনে নিন যেভাবে পাবেন ফলাফল

১০ জুলাই ২০২৫, ১:২৩:২৭

SSC and equivalent exam results published: Find out how to get the results

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় একযোগে প্রকাশ করা হবে। এবার ফলাফল হস্তান্তরে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা দ্রুত ফলাফল জানতে পারবে।

বুধবার সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ নিয়ে আয়োজিত এক আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এই তথ্য নিশ্চিত করেন। তিনি উল্লেখ করেন, পরীক্ষা শেষ হওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে এই ফলাফল প্রকাশ হচ্ছে, যা একটি প্রশংসনীয় দিক।

যেভাবে জানা যাবে ফলাফল: শিক্ষার্থীরা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কয়েকটি সহজ প্রক্রিয়ায় ফলাফল জানতে পারবে:

১. ওয়েবসাইট:

  • সকল বোর্ডের ফলাফল একত্রে দেখতে ভিজিট করুন: www.educationboardresults.gov.bd। এখানে প্রয়োজনীয় তথ্য (বোর্ড, রোল, রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি) দিয়ে ফলাফল দেখা যাবে।
  • এছাড়াও, নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ফলাফল সংগ্রহ করা যাবে।

২. এসএমএস:

  • মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে একটি স্পেস দিন।
  • এরপর নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (যেমন: Dhaka বোর্ডের জন্য DHA, Madrasa বোর্ডের জন্য MAD, Technical বোর্ডের জন্য TEC) লিখে আবার একটি স্পেস দিন।
  • এরপর আপনার রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার বছর (২০২৫) লিখুন।
  • সবশেষে মেসেজটি ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিন।
  • উদাহরণ:
    • সাধারণ বোর্ডের জন্য: SSC DHA 123456 2025 পাঠিয়ে দিন 16222 নম্বরে।
    • মাদ্রাসা বোর্ডের জন্য (প্রি-রেজিস্ট্রেশন): Dakhil Mad 123456 2025 পাঠিয়ে দিন 16222 নম্বরে।
    • কারিগরি বোর্ডের জন্য: SSC TEC 123456 2025 পাঠিয়ে দিন 16222 নম্বরে।
  • ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে। মাদরাসা বোর্ডের ক্ষেত্রে, ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করলে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে।

৩. শিক্ষাপ্রতিষ্ঠান থেকে:

  • সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান তাদের নিজস্ব EIIN (Educational Institute Identification Number) ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।

পুনর্নিরীক্ষণের আবেদন: ফলাফল প্রকাশের পর যারা তাদের ফল নিয়ে সন্তুষ্ট নন, তারা ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল এবং লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট ১৯ লাখেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

আরও খবর:

বিবিধ