অন্যান্য

এক বছর পর ফিরল সেই স্লোগান: ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’

১৫ জুলাই ২০২৫, ১:৪৫:৩৬

That slogan returned after a year: 'Who are you, who am I, collaborator, collaborator'
সংগৃহীত ছবি

এক বছর আগে ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে যে স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়েছিল, সেই ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ ধ্বনিতে সোমবার (১৪ জুলাই) রাতে ফের প্রকম্পিত হয়েছে ক্যাম্পাস। শত শত শিক্ষার্থী রাজপথে নেমে এসে সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করেছেন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক গণঅভ্যুত্থানের সূচনা করেছিল।

যে মন্তব্যে জ্বলে উঠেছিল আন্দোলন: ২০২৪ সালের ১৪ জুলাই। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলন চলছিল। সেখানে একজন টিভি সাংবাদিক কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রশ্ন তুলে মুক্তিযোদ্ধাদের সন্তান এবং রাজাকারের সন্তানদের তুলনা করে মন্তব্য করেন। এই মন্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জোরের সঙ্গে বলে ওঠেন, “যুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি এত ক্ষোভ কেন? তার মানে মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা মেধাবী না। যত রাজাকারের বাচ্চারা, নাতি-পুতিরা হলো মেধাবী।” প্রধানমন্ত্রীর এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

আন্দোলনের মোড় ঘোরানো সেই রাত: প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন হলে একত্রিত হতে শুরু করেন। পরিস্থিতি আঁচ করতে পেরে ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করলেও, শিক্ষার্থীরা দমে যাননি। তারা হল এলাকা ছেড়ে টিএসসিতে সমবেত হন এবং শুরু করেন সেই ঐতিহাসিক স্লোগান – ‘তুমি কে আমি কে রাজাকার-রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে, স্বৈরাচার-স্বৈরাচার’, ‘চাইতে এলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’। ছাত্রীদেরও হল গেটের তালা ভেঙে আন্দোলনে যোগ দেওয়া সেদিনকার প্রতিবাদের তীব্রতা বাড়িয়ে দেয়।

মূলত, আদালতের মাধ্যমে বা সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে কোটা আন্দোলনের তীব্রতা যখন কমে আসছিল, তখনই তৎকালীন প্রধানমন্ত্রীর ওই মন্তব্যে আন্দোলন নতুন করে দানা বেঁধে ওঠে এবং সারাদেশে ছড়িয়ে পড়ে। এটিই ছিল কোটাবিরোধী আন্দোলনের টার্নিং পয়েন্ট, যা পরবর্তীতে গণঅভ্যুত্থানের রূপ নেয় এবং ফ্যাসিবাদী সরকারের পতন ঘটায়।

এক বছর পর ফিরে দেখা: সেই ঐতিহাসিক রাতের বর্ষপূর্তিতে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী আবারও রাজপথে নেমে প্রতীকী মিছিল বের করেন। ‘জুলাইয়ের সবচেয়ে জ্বালাময়ী এই স্লোগানকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আজকের এই কর্মসূচি’ – এমনটাই জানান মিছিলে অংশগ্রহণকারী অন্যতম সংগঠক এবি জুবাইর। শিক্ষার্থীরা জানান, এই স্লোগান ছিল মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ এবং সেদিন এই স্লোগানই কোটা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল।

আরও খবর:

বিবিধ