শিক্ষা ও সাহিত্য

এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র সেট বিভ্রাট: মন্ত্রণালয়ের নির্দেশ

১ জুলাই ২০২৫, ১২:৪৪:৪৩

HSC exam question paper set confusion: Ministry's directive
ছবি: সংগৃহীত


এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র সেট বিভ্রাট: মন্ত্রণালয়ের কড়া হুঁশিয়ারি, কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় কিছু কেন্দ্রে নির্ধারিত প্রশ্নপত্রের সেটের পরিবর্তে ভিন্ন সেটে পরীক্ষা নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই ধরনের ঘটনাকে ‘চরম অবহেলা’ হিসেবে উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোকে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩০ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-২ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মো. ইয়ানুর রহমানের স্বাক্ষরিত এক ‘অতীব জরুরি’ অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, “চলমান এইচএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, ট্যাগ অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অসাবধানতাবশত কিছু জায়গায় নির্ধারিত সেটের বদলে অন্য সেটে পরীক্ষা নেওয়া হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত এবং দায়িত্ব পালনে চরম অবহেলা।”

ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে নির্দেশনা:

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছে, ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে। একই সঙ্গে, যারা এই দায়িত্বে অবহেলা করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতেও অনুরোধ জানানো হয়েছে। এই চিঠি দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে।

কেন একাধিক প্রশ্নপত্র সেট ব্যবহার করা হয়?

উল্লেখ্য, এইচএসসি, এসএসসি, বিসিএসসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় একটি বিষয়ের জন্য একাধিক প্রশ্নপত্র তৈরি করা হয়, যা ‘সেট’ নামে পরিচিত। এই সেটগুলো সাধারণত ‘ক’, ‘খ’, ‘গ’, ‘ঘ’ অথবা ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ বা প্রতীকী নামে (যেমন : ‘পদ্মা’, ‘মেঘনা’, ‘দোয়েল’, ‘শাপলা’) চিহ্নিত করা হয়। প্রতিটি সেটের প্রশ্ন প্রায় একই মান ও কাঠামোর হলেও প্রশ্ন, ক্রম, বিকল্প উত্তর বা কিছু সংখ্যাগত মান আলাদা থাকে। এই পদ্ধতি মূলত প্রশ্নপত্র ফাঁস রোধ, নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই করার জন্য গ্রহণ করা হয়।

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা গত বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। এতে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। লিখিত পরীক্ষা ১০ আগস্ট শেষ হবে এবং এরপর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে।

আরও খবর:

বিবিধ