১৪ জুলাই ২০২৫, ১:৪৫:১৪
২০২৫ সালের হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও হজযাত্রী সেবার অংশ হিসেবে সরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৪ হাজার ৯৭৮ জন হাজিকে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হবে। বাড়ি ভাড়াসহ প্যাকেজের কিছু খরচ কম হওয়ায় এই অর্থ উদ্বৃত্ত হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রবিবার (১৩ জুলাই) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা জানান, সরকারের লক্ষ্য হাজিদের সেবা করা, কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। যে সকল হাজি সাধারণ হজ প্যাকেজ-১ এর ৪ ও ৬ নম্বর বাড়িতে ছিলেন তারা প্রত্যেকে ৫ হাজার ৩১৫ টাকা এবং শর্ট প্যাকেজের হাজিরা ২৩ হাজার ২৭ টাকা ফেরত পাবেন। সাধারণ হজ প্যাকেজ-২ এর হাজিরাও তাদের প্যাকেজ ও অবস্থান অনুযায়ী ১৯ হাজার ১৯২ টাকা থেকে ৫১ হাজার ৬৯২ টাকা পর্যন্ত ফেরত পাবেন। এই টাকা সরাসরি হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
ড. খালিদ হোসেন এবারের হজ ব্যবস্থাপনাকে একটি মাইলফলক অভিহিত করে বলেন, সকল প্রক্রিয়া সময়মতো সম্পন্ন হওয়ায় শতভাগ হজযাত্রী সফলভাবে হজ পালন করতে পেরেছেন এবং কোনো ফ্লাইট বিপর্যয় হয়নি। তিনি প্রতারকদের বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দেন।