খেলা

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল: শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে শুভসূচনা বাংলাদেশের মেয়েদের

১২ জুলাই ২০২৫, ৫:০৪:০৫

SAFF U-20 Women's Football: Bangladesh girls started off with a 9-goal win against Sri Lanka.
ছবি: সংগৃহীত

শিরোপাধারী বাংলাদেশের মেয়েরা চার দলীয় সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসর শুরু করেছে চ্যাম্পিয়নের মতোই। উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কার জালে গোল উৎসব করে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে বাংলার বাঘিনীরা। গতকাল শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পিটার বাটলারের শিষ্যরা শ্রীলঙ্কাকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে। মাত্র দ্বিতীয় মিনিটেই স্বপ্নার ফ্রি-কিক থেকে আসা গোলে বাংলাদেশ লিড নেয়। এরপর ম্যাচের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। প্রথমার্ধের ৩৭ মিনিটে নিজের প্রথম গোল করে সাগরিকা স্কোরলাইন ৩-০ করেন। এই ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর লাল-সবুজের প্রতিনিধিরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৪৮ মিনিটে মুনকি নিজের দ্বিতীয় গোল এবং দলের চতুর্থ গোলটি করেন। ৪৯ মিনিটে শান্তি মার্ডির লম্বা ক্রস থেকে সিনহা বল জালে পাঠিয়ে ব্যবধান ৫-০ করেন। এরপর ম্যাচের ৫২ ও ৫৮ মিনিটে জোড়া গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। এতে বাংলাদেশের ব্যবধান বেড়ে দাঁড়ায় ৭-০।

৮৫ মিনিটে রূপা আক্তারের গোলে স্কোরলাইন ৮-০ হয়। ম্যাচের শেষ দিকে, ৯০ মিনিটের পর বাংলাদেশের রক্ষণের সামান্য ভুল বোঝাবুঝির সুযোগ কাজে লাগিয়ে শ্রীলঙ্কার লাইয়ানশিকা একটি সান্ত্বনামূলক গোল পরিশোধ করেন। তবে এর পরপরই শান্তি মার্ডি নবম গোলটি করে বাংলাদেশের বিশাল জয় নিশ্চিত করেন।

সদ্য সমাপ্ত এশিয়ান কাপ বাছাইয়ে খেলা জাতীয় দলের আটজন খেলোয়াড়কে কোচ পিটার বাটলার এই ম্যাচের একাদশে নামান, যার প্রভাব শুরু থেকেই স্পষ্ট ছিল। তবে বিরতির পর কোচ সিনিয়র খেলোয়াড়দের বসিয়ে নতুনদের খেলার সুযোগ দেন, যা দলের গভীরতা ও তরুণ প্রতিভাদের সক্ষমতা প্রমাণ করে।

আরও খবর:

বিবিধ