অর্থনীতি

সঞ্চয়পত্রের মুনাফার হার কমলো: আজ থেকে কার্যকর নতুন হার

১ জুলাই ২০২৫, ১২:২০:২৭

The interest rate on savings certificates has decreased: the new rate comes into effect today.
ছবি : সংগৃহীত

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন পাঁচটি জনপ্রিয় সঞ্চয় প্রকল্পের মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। নতুন হার অনুযায়ী, স্কিমভেদে সর্বোচ্চ মুনাফার হার এখন ১১.৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯.৭২ শতাংশ। এই পরিবর্তিত হার আজ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে গতকাল সোমবার (৩০ জুন) সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী সচিব মো. মোবারক হোসেন। এর আগে চলতি বছরের ১ জানুয়ারি সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্নির্ধারণ করা হয়েছিল, তখন স্কিম অনুযায়ী সর্বোচ্চ মুনাফার হার ছিল ১২.৫৫ শতাংশ পর্যন্ত।

যেসব স্কিমের মুনাফা কমেছে:

মুনাফার হার কমানো হয়েছে এমন পাঁচটি স্কিমের মধ্যে রয়েছে:

  • পরিবার সঞ্চয়পত্র
  • পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র
  • তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র
  • পেনশনার সঞ্চয়পত্র
  • ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব (পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট)

নতুন মুনাফার হার (বিনিয়োগের স্তর অনুযায়ী):

নতুন নিয়মে সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের জন্য দুটি স্তর বজায় রাখা হয়েছে: ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে বিনিয়োগ এবং ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগ।

  • বাংলাদেশ সঞ্চয়পত্র (৫ বছর মেয়াদি): সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে নতুন হার ১১.৮৩%, যা আগে ছিল ১২.৪০%। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগেও একই হার প্রযোজ্য হবে, যা আগে ছিল ১২.৩৭%।
  • তিন মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্র (৩ বছর মেয়াদি): সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে নতুন হার ১১.৮২%, যা আগে ছিল ১২.৩০%। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা হবে ১১.৭৭%, যা আগে ছিল ১২.২৫%।
  • পেনশনার সঞ্চয়পত্র (৫ বছর মেয়াদি): সাড়ে ৭ লাখ টাকার নিচে বিনিয়োগে নতুন হার ১১.৯৮%, যা আগে ছিল ১২.৫৫%। এর চেয়ে বেশি বিনিয়োগে মুনাফার হার হবে ১১.৮০%, যা আগে ছিল ১২.৩৭%।
  • পরিবার সঞ্চয়পত্র (৫ বছর মেয়াদি): সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে নতুন হার ১১.৯৩%, যা আগে ছিল ১২.৫০%। এর বেশি হলে মুনাফার হার হবে ১১.৮০%, যা আগে ছিল ১২.৩৭%।
  • ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব (৩ বছর মেয়াদি): সাড়ে ৭ লাখ টাকার নিচে বিনিয়োগে নতুন হার ১১.৮২%, যা আগে ছিল ১২.৩০%। এর বেশি বিনিয়োগে মুনাফার হার ১১.৭৭%, যা আগে ছিল ১২.২৫%।

যেসব স্কিমের হার অপরিবর্তিত:

জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় থাকা চারটি প্রকল্পের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে। এগুলো হলো:

  • ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড
  • ইউএস ডলার প্রিমিয়াম বন্ড
  • ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড
  • ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাব

বিশ্লেষকদের অভিমত:

অর্থনীতি বিশ্লেষকদের মতে, সামগ্রিক সুদহারের বর্তমান প্রবণতা এবং আর্থিক খাতের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এতে স্বল্প আয়ের জনগণ এবং অবসরপ্রাপ্তদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১ জুলাই, ২০২৫-এর আগে ইস্যু হওয়া সব জাতীয় সঞ্চয় স্কিমে ইস্যুকালে প্রযোজ্য হারই থাকবে। তবে পুনর্বিনিয়োগের ক্ষেত্রে বর্তমান মুনাফার হার কার্যকর হবে। ৬ মাস পর মুনাফার হার আবারও পুনর্নির্ধারণ করা হতে পারে।

আরও খবর:

বিবিধ