১ জুলাই ২০২৫, ১২:২০:২৭
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন পাঁচটি জনপ্রিয় সঞ্চয় প্রকল্পের মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। নতুন হার অনুযায়ী, স্কিমভেদে সর্বোচ্চ মুনাফার হার এখন ১১.৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯.৭২ শতাংশ। এই পরিবর্তিত হার আজ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে গতকাল সোমবার (৩০ জুন) সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী সচিব মো. মোবারক হোসেন। এর আগে চলতি বছরের ১ জানুয়ারি সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্নির্ধারণ করা হয়েছিল, তখন স্কিম অনুযায়ী সর্বোচ্চ মুনাফার হার ছিল ১২.৫৫ শতাংশ পর্যন্ত।
যেসব স্কিমের মুনাফা কমেছে:
মুনাফার হার কমানো হয়েছে এমন পাঁচটি স্কিমের মধ্যে রয়েছে:
নতুন মুনাফার হার (বিনিয়োগের স্তর অনুযায়ী):
নতুন নিয়মে সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের জন্য দুটি স্তর বজায় রাখা হয়েছে: ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে বিনিয়োগ এবং ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগ।
যেসব স্কিমের হার অপরিবর্তিত:
জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় থাকা চারটি প্রকল্পের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে। এগুলো হলো:
বিশ্লেষকদের অভিমত:
অর্থনীতি বিশ্লেষকদের মতে, সামগ্রিক সুদহারের বর্তমান প্রবণতা এবং আর্থিক খাতের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এতে স্বল্প আয়ের জনগণ এবং অবসরপ্রাপ্তদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১ জুলাই, ২০২৫-এর আগে ইস্যু হওয়া সব জাতীয় সঞ্চয় স্কিমে ইস্যুকালে প্রযোজ্য হারই থাকবে। তবে পুনর্বিনিয়োগের ক্ষেত্রে বর্তমান মুনাফার হার কার্যকর হবে। ৬ মাস পর মুনাফার হার আবারও পুনর্নির্ধারণ করা হতে পারে।