বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

মেটার হাজার কোটি ডলার বিনিয়োগ: সুপারইন্টেলিজেন্সের পথে জাকারবার্গ

১৫ জুলাই ২০২৫, ৮:১৮:৩৬

Hundreds of billions of dollars investment: Zuckerberg on the path to superintelligence.

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সর্বোচ্চ স্তর ‘সুপারইন্টেলিজেন্স’ তৈরির লক্ষ্যে এবার হাজার হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল সংস্থা মেটা। এই বিপুল বিনিয়োগের মাধ্যমে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই কম্পিউটিং অবকাঠামো গড়ে তোলার মহাপরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ সোমবার (১৪ জুলাই) এক ফেসবুক পোস্টে এই যুগান্তকারী পরিকল্পনার কথা জানান।

জাকারবার্গ তার পোস্টে উল্লেখ করেন, সুপারইন্টেলিজেন্স প্রকল্পে কাজ করার জন্য শিল্পে সবচেয়ে অভিজাত ও প্রতিভাসম্পন্ন একটি দল গঠন করতে চান তিনি। এই লক্ষ্য পূরণে মেটা তাদের নিজস্ব ব্যবসায়িক মূলধন থেকেই হাজার কোটি ডলার বিনিয়োগ করবে।

তিনি জানান, বিশ্লেষক সংস্থা সেমিঅ্যানালাইসিস সম্প্রতি মেটাকে ১ গিগাওয়াটের বেশি ক্ষমতাসম্পন্ন সুপারকম্পিউটিং ক্লাস্টার চালু করা প্রথম কোম্পানি হিসেবে চিহ্নিত করেছে। জাকারবার্গ আরও বলেন, মেটা একাধিক মাল্টি-গিগাওয়াট ক্লাস্টার তৈরি করছে। এর মধ্যে ‘প্রমিথিউস’ নামের প্রথম ক্লাস্টারটি ২০২৬ সালে চালু হবে। এছাড়াও, ‘হাইপারিয়ন’ নামে আরেকটি ক্লাস্টার কয়েক বছরের মধ্যে ৫ গিগাওয়াট পর্যন্ত স্কেল-আপ করতে সক্ষম হবে।

follow-google-news-provati-barta

মেটা প্রধান আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতে তারা ‘টাইটান ক্লাস্টার’ নামে আরও অনেক বড় আকারের ক্লাস্টার তৈরি করবে, যার প্রতিটি নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের একটি বড় অংশের সমান হবে। জাকারবার্গের ভাষ্যমতে, মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবস হবে কম্পিউটিং শক্তির দিক থেকে শিল্পের শীর্ষে এবং গবেষক প্রতি কম্পিউটিং ক্ষমতাও হবে তুলনামূলকভাবে অনেক বেশি।

জাকারবার্গ তার পোস্টে বিশ্বের সেরা গবেষকদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে বলেন, “আমরা এআই প্রযুক্তির সীমা আরও এক ধাপ এগিয়ে নিতে উন্মুখ।”

আরও খবর:

বিবিধ