১০ জুন ২০২৫, ৪:৫০:৫৮
পবিত্র হজের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এক বুক প্রশান্তি আর আধ্যাত্মিকতার পরশ নিয়ে দেশে ফিরতে শুরু করেছেন আল্লাহর মেহমানরা। আজ, ১০ জুন থেকে শুরু হয়েছে বাংলাদেশি হাজিদের ফিরতি যাত্রা, যা মাসব্যাপী চলবে ১০ জুলাই পর্যন্ত।
মিনার তাঁবু থেকে কাবার দিকে ছুটে চলা, শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে সকল অশুভকে বিতাড়িত করার দৃঢ় প্রতিজ্ঞা, আর বাইতুল্লাহ’র চারপাশে তাওয়াফের অবিস্মরণীয় মুহূর্তগুলো পেছনে ফেলে এখন সবাই ফিরছেন আপন নীড়ে। দীর্ঘ এই যাত্রায় অনেকে পথ হারিয়ে সাময়িক আশ্রয় নিচ্ছেন মক্কার হজ মিশনে, যেখানে দেশের প্রতিনিধিরা তাদের দেখভালের জন্য সদা প্রস্তুত।
এ বছর বাংলাদেশ থেকে রেকর্ড সংখ্যক ৮৭ হাজার ১৫৭ জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের সৌভাগ্য অর্জন করেছেন। তবে, এই পবিত্র যাত্রায় ১৯ জন হজযাত্রী মহান রবের সান্নিধ্যে চলে গেছেন, যা গভীর শোকের কারণ।
হজ ব্যবস্থাপনাকে ত্রুটিমুক্ত রাখতে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবার কঠোর পদক্ষেপ নিয়েছে। ভুয়া হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪৩৬টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এবং আইন লঙ্ঘনের দায়ে ৪৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটি হজ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এক যুগান্তকারী পদক্ষেপ।
পবিত্র হজ পালনের সময় ১৮৮ জন বাংলাদেশি হজযাত্রী অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন এবং বর্তমানে ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গত ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছিল। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইটটি ২৯ এপ্রিল উড্ডয়ন করেছিল এবং শেষ ফ্লাইটটি ৩১ মে যাত্রা সম্পন্ন করে।