২০ জুলাই ২০২৫, ১:১৩:২৩
নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুরন্ত গতিতে ছুটছে বাংলাদেশ। শনিবার শ্রীলঙ্কাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। জোড়া গোল করেছেন পূজা রানী, বাকি গোলগুলো কানন রানী বাহাদুর, তৃষ্ণা রানী ও আফঈদার।
এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে লাল-সবুজরা। সোমবার নেপালের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হতে হলে এই ম্যাচে কমপক্ষে এক পয়েন্ট নিশ্চিত করতে হবে।
ম্যাচের শুরুটা কিছুটা অগোছালো থাকলেও, ২৪ মিনিটে কানন রানীর গোলে ডেডলক ভাঙে বাংলাদেশ। বিরতির আগে পূজা রানীর দারুণ গোলে ব্যবধান হয় ২-০। দ্বিতীয়ার্ধে পূজা দাস, তৃষ্ণা রানী এবং অধিনায়ক আফঈদার গোলে ৫-০ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত হয়।